এই লিংকে ক্লিক করে শুনুন 👉 🌏 পাঁচথুপি হরিপদ গৌরীবালা কলেজের আন্তর্জাতিক আন্তর্জালিক আলোচনাচক্র ।পশ্চিমবঙ্গের বাইরের বাংলা সাহিত্যের পরিচয় । তৃতীয় পর্ব - বহির্বঙ্গে বাংলা সাহিত্যের পরিচয় নিয়ে বলছেন ড. তন্ময় বীর।
মনে রেখো - আগুনের তাপে ফেটে পড়া হত্যায় উদ্যত কৃপাণ ঝলক, সরীসৃপ বেষ্টনী আর শুষে নেওয়া মরুভূমি চোখ ৷ মনে রেখো - প্রবাল প্রাচীর তছনছ তাপহরা ধারাজলে গান, বিলাপের বসন্ত আর ফুটে ওঠা সুতৃপ্ত আশোক ৷ মনে রেখো মনে রেখো মনে রেখো সব ৷ ভুলে যেও - রয়েছে মনের মালিক এক খুব তার কষ্ট পাওয়া শখ ৷
আজ কোনও কথা বলব না - যে ভাষায় গান গাইতে পারি না যে বর্ণমালায় নিজেকে লজ্জা দিই প্রত্যহ যে ভাষায় যুদ্ধ করতে পারি না আপসহীন ভিক্ষেও করতে পারিনা অকুণ্ঠ - ভালোবাসার ওষ্ঠ-অধর যে উচ্চারণে অগভীর শাকান্ন জোটে না যে স্বর ব্যঞ্জনের সেই কণ্ঠ্যতালব্যের আজ হরতাল৷ প্লুত স্বরে নিজকে লজ্জা দেওয়ার তিথি নাসিক্যের কাছে জানবো কারা মৃত ও জীবিত ৷ আমার ভাষা হন্তারকের কাছেই বিচারপ্রার্থী নয় - অশিষ্ট সিংহাসনের উগ্রবাদী নাদ প্রত্যহ আছড়ে ফেলে সোনার অমৃতকলস৷ বুকে বুলেটধারী বীরভাষার অধম উত্তরাধিকারী আমি মহাকাশের মূর্ধা কাঁপানো চিৎকারে অক্ষম৷ আমি আজ জিভে বাণ বিঁধে দিলাম।
গোলাপের দাম চড়েছে হৃদয়ের সেরও বেশ বাড়া ঘন্টা বাজছে মন্দিরেতে মসজিদে উদাত্ত আজান ক্রুশে বিদ্ধ যিশু বলছে- কাম অন কাম অন তোমরা যে যাই বলো বলো, জ্বলন্ত এই রোম শহরে বাঁশির এখন খুব প্রয়োজন; চন্দন ফুলে বরণ করে নিজের দিকে ঘুরিয়ে দাগা কামান, কামান
জানি আজ কথা বলতে সংকোচ অক্ষত নেই খুলে দেখানোর মতো গৌরবে৷ রাতের পর্দার রং ধোয়া দিনের আলো- চোখের কোনায় ও কণ্ঠের সচরাচরের উপর হেমন্তের দ্বিধা এসে পড়ে খণ্ডিত৷ যদি কচি কলাপাতা সবুজ এসে সামনে, সরোবরের স্বচ্ছ ঢেউ এসে আনত ইথারের আকাশজিজ্ঞাসা বসে পাশে; শালসেগুনের রাজন্য বিষাদ নিয়ে চকমেলানো দেউড়িতে সপ্রশ্ন দাঁড়ায়?? নীরবতা ছাড়া আর কিছু ভাগশেষ নেই ৷ যেভাবে দঁডিয়ে থাকে রাজবাড়ি- বিত্তমধ্যের ভ্রমণ রোমাঞ্চের কঙ্কাল ঝলমলে ফটোর ফ্রেমে নিরুত্তর।
যত জোরে না বলতে পারা যায় বলো- চীনের প্রাচীর পেরিয়ে এপারে উড়িয়ে দেবে বিমর্ষ কুয়াশা ৷ এভাবে শুরু করা যায় চাষবাস নিষেধের টাঁড় ভাঙে নচিকেতা পণ ৷ নির্জলা চরে জাগে ঘাসের সবুজ শুকনো চৈত্র চেরে বসন্তপলাশ গান ৷ কেন ডেকে আনো দ্বিধার পসরা জড়তা তোমাকে কী দেয় ? ঈষৎ স্বার্থের স্বাদ আর কিছু নিশ্চিত প্রহরা !
. কী খেয়ে হওয়ার ছিল মাতাল আর কিসে পোড়াচ্ছি হাড়-মাস কোথাকার টিকিট নিয়ে হাতে কোন গাড়িতে উঠি ভুলের ঘোরে তালু থেকে গড়িয়ে যাচ্ছে সব কাটা মাথা, রক্ত চাটে শিয়াল কার কাছে শপথ ছিল জেতার কার টানে মেতেছি এই হারায়