Posts

Showing posts from April, 2021
অন্নপূর্ণা জাগো উদ্ধত অরণ্য-শীর্ষে  মাহাকাশ-নাভি ভাঙা মুক্তার কণিকা পাতায় পাতায় ঘনকালো জল দিঘি হয়ে আছে তারফুল ধিমে তালে বাহা নাচে ছায়াপথ খুঁটে খায় মাছেরা নির্ঘুম কোথাও শেয়াল ডাকে অনেক অনেক পরে আরো ভোরের আজান হবে, সুরভি  আরতি ঈশ্বর ওঠার বহু দণ্ড আগে ঘুম ভেঙে জেগে দেখি রক্তজমাট অথর্ব অটল বধির নিরঙ্কুশ রাত্তিরের শিলার ভঙ্গিলে কোথাও ফাটল নেই ঝরনাহীন বন্ধ্যা হিমবাহ ভীষণ রাক্ষসতাল কোথায় ওড়াব স্বপ্ন, রঙিন পতাকা  শিখরে শিখরে অন্ধ স্বার্থজ্বালামুখ লুট হওয়া ঝুটো সব অমৃতের ভাঁড় তেষ্টা পেলে আর্ত মধ্যরাত আগুন জিভের মরুভূমি নিঃস্বের অন্ত্য আকুতি কার কাছে যাবে - ডেকে তুলে বলব কীভাবে অন্নপূর্ণা জাগো -  এই রাতে মরে যাই যদি  আমাদের সন্ততিকে অন্তত বাঁচিও