Posts

Showing posts from June, 2022
  ভরসাগুলো কোথায় গেল? ভরসাগুলো কোথায় গেল? এতদিনের জমানো ধন তিলোত্তমা সভ্যতার সে ঘামে কেনা সোনা । চোখের দিকে তাকায় না কেউ হাতে হাত — অবিশ্বাসের উই শিকড় যেন বহুকালের বৃন্তেরও অচেনা । নেতা মন্ত্রী সেপাই সান্ত্রী টিকি টুপি খড়ম কষায় হীনজ্যোতি ফঙ্গবেনে অভয়হীন ও ত্যানা। ভরসাগুলো কোথায় গেল ? সুরক্ষিত আগ্নিবলয় আস্থা জমিন সুস্থ সবল আকাশ আলো এক ফুঁয়েতে কে নেভালো! নাকি সবই তেমন আছে চেতন-কোণে, চোখের তারায় শূন্য থালার ঈশান অগ্নি কানায় — নিজেই নিজের ঠুলি এঁটে কপটতর সুযোগবাদী ‘ভরসা নেইকো জলে স্থলে’ ব’লে — তফাত যাও-এর মেহের আলি গুছিয়ে নিচ্ছি নিজের ঘর।