Posts

Showing posts from July, 2023

অগ্রিম শুভেচ্ছা

আমাকে গুলি করুন সহৃদয় পুলিশ, পিটিয়ে মেরেও ফেলতে পারেন।  দয়া করে তুলে নিয়ে যাবেন না লক-আপে। এক গারদ থেকে অন্য গারদে নিয়ে কী হবে! চোখের কষ্ট এড়াতে চেপে দিতে পারেন চাকায় হর্ন বাজালে পাঁজর ভাঙার শব্দ শুনবেন না। কিছু একটা বাদী, লঘু বা প্রতিবাদী দেগে দিয়ে এনকাউন্টার করুন পাহাড়ে, জঙ্গলে বা বাজারে - শুধু লাশ উদ্ধার করবেন পরিচয় সহ। উল্টো মতের বন্ধুরা আমাকে মারো আমার দলের লোক আমাকে চেরো । দঙ্গলের মধ্যে অপরাধীর মতো দৌড়োব, মিছিলের আগে জলকামানে বুক পাতব, যা ইচ্ছে স্লোগান লিখে দিন প্ল্যাকার্ডে গলায় ঝুলিয়ে যেকোনো সভায় দাঁড়াব। আমি ভোট দিতে গেলে কাটুন  আমার ট্রেন বাস ফেরি লরি উল্টে যাক, কাজ করতে গিয়ে ভিন রাজ্যে মরে যাই  খনির নিচে, বানে বা ঝঞ্ঝায় - কেউ সাহায্য না করলে নিজেই পথ দেখব- আকন্ঠ মদ খেয়ে  বোমা বানাবার অছিলায় দুর্ভিক্ষের বাহানায়। খোলা মাঠে দাঁড়িয়ে বজ্রকে ডাকবো আয় আয় - মাথায়; অথবা, পা রেখে নাগিনের বাসায়। কোনওভাবে মরে যেতে চাই সপরিচয়ে। তন্ন তন্ন করে যোগাড় করা ১০৮ টা নীল  সার্টিফিকেটের মালা ছবিতে ঝুলিয়ে  অর্জন করতে চাই সেই পুণ্য - চাকরি । যে স্বর্গের স্বপ্ন লালন করেছে

অসাম ফ্লাইট

জানলা দিয়ে তাকিয়ে দূরে চোখ জুড়োলো মেঘ-ছানারা জড়িয়ে আছে পাহাড় মায়ের চুড়ো। নীচে তখন দীপর বিলে হাজার পাখি নীলাচলের পায়ের কাছে লোহিত ওটা নাকি? কামাখ্যার ওই সোনার শীর্ষে রোদের ঝালর কাজিরাঙা ঘুমিয়ে আছে মুড়ে সবুজ চাদর। হঠাৎ দেখি একটু বড়ো মেঝো মেঘের ছানা প্লেনের কাছে পা ছড়িয়ে করছে তানা-নানা। ডেকে তাকে শুধোই—‘ওরে, যাবি নাকি সাথে?’ — ‘ রূপসী গেছে মা-ও-বাবা, আইতা বরপেটাতে       দাদা গেছে পরশুরামে, খুড়ি থাকেন ডিফু;       সেখান থেকে ফিরল ব’লে, সামনে আছে বিহু।       বরং তুমি আর ক’টা দিন থেকেই পারো যেতে       মিঠাপানি বড়াপানি উল্টাপানি খেতে...' চোখ পাকিয়ে বলি কপট এবং ঈষৎ হেসে —‘ যা খেতে দাও তাহাই খাবো দিলে ভালোবেসে।     মজা করো! ওসব আমি ভালোমতন চিনি     তার চে’ বরং ঘুরিয়ে দিও সৈখোয়া বনানী     ধ’রে ধ’রে চিনিয়ে দিও মেখলা পাড়ের দ্যুতি...    দেখি তবে কুম্ভীগ্রামে থামায় কিনা গতি ? ’ ফিরে এসে এখন মনে ভাবছি বসে ঘরে— যেমন খুশি তেমন হব, যেমন ইচ্ছে ক’রে-  এমন সুযোগ আসে যদি, মেঘের শরীর পাই; কেমন মজা রাজ্য-দেশের কোনও বিভেদ নাই। ছুটে যাব এক নিমেষে আসাম থেকে কেরল মেঘের সাকিন আর কিছু না, মুক্ত আকাশ কেবল যে না