Posts

Showing posts from April, 2024

পলাতক

  যত ধরে রাখো দুই হাত জুড়ে গ্রীষ্ম বর্ষা শীত বসন্তে---- উড়ে যাওয়ার ঋতু তার আছে। ঢেউয়ে ঢেউয়ে ডাক দেয় খুব পাহাড়ের চূড়ো-ঘেরা মেঘ-পথে। পুরানো আভাস ফিরে ফিরে আসে হ্রদের কিনার দিয়ে ক্রমে ক্রমে ....... যত অনিমেষ হোক তীব্র সে নখের আঁচড়, ফুটে থাকা ফুলে লাল অভিমান। উড়ন্ত তুলো উষ্ণতার টানে পরিযায়ী চোখে অমোঘ লহর তোলো অবিরাম। নাতিশীত চরে মুছে যায় স্মৃতি ....... বাধ্যতা তাকে ডাকে কোলাহলে।