Posts

Showing posts from December, 2021

দৃপ্ত আমি

. কান্না পেলে যেন হেসে উঠতে পারি ঝিলমিলিয়ে উঠে চোখের রুপো জলে অন্ধদের ঠিক পথ দেখাতে পারি একলা হলে যেন একা গাইতে থাকি ভয়ের কারিকুরি ভেঙে দৃপ্ত হাতে জ্বালিয়ে আলো রাখি সুরে না দিই ফাঁকি
মায়াখেলা  ছন্দ জানিনাতো আমি, অতি মন্দ লোক, ছদ্মটানে ধরিতে চাই  মনযোগের বাহবা যশ জ্যোতি যাদুকরের মতন অনুপম -- কাজল চোখের পলক যেন বাঁকা মিথ্যে চোরা স্রোতের ছলে এসে থামে ঘেঁষে খাদের তীর ; নিরুপমা সাঁকোর উপর থির অস্ত আভায় সোনামাখা জলে। যদিও কিছু শিখেও থাকি তবুও ভুলে ভোলাবো দিগ্বিদিগ। পুরাণ মেখে দেখি ইতিহাস মায়ায় তুমি ফেঁসেছো অধিক ।