Posts

Showing posts from November, 2023

অবসাদ

আলোর মতন ফুটেছে বাগান-বিলাস অপরাজিতার গায়ে এসে ব’সে বিকেলের আলো কাঞ্চনের থোকা থেকে পাপড়ি ঝ’রে... নীচে কিছু পাতাবাহার, কামিনীর সবুজ। মাটিতে তিনটে অভিমানী শুকনো পাতা... সন্ধ্যালগ্নের সানাই বাজে দূরে। কোথাও যাব না; চুপ করে শুয়ে থাকব নদীহীন দেশে নদীর স্রোতের স্বপ্নে কুয়াশার চাদর জড়িয়ে। না আমার কোনও রাগ নেই, দ্বেষ নেই পাপ নেই, শোক নেই মরে পড়ে থাকা জোনাকির মতো...

রাক্ষস খোক্কস ছোটোলোক

আসলে একটা মানুষ না ৷ একটা প্রাণী একটা গাছও হওয়ার সে যোগ্য না ৷ বুকে শুয়ে একটা সনেট ; তবু তার মিল অমিল, অষ্টক  ষটক গুনছে জ্যান্ত গবেট ৷ প্রেমিক ভাবলে করবে শোক ! আসলে সে একটা গেঁয়ো রাক্ষস খোক্কস ছোটোলোক ৷