অবসাদ


আলোর মতন ফুটেছে বাগান-বিলাস
অপরাজিতার গায়ে এসে ব’সে বিকেলের আলো
কাঞ্চনের থোকা থেকে পাপড়ি ঝ’রে...
নীচে কিছু পাতাবাহার, কামিনীর সবুজ।
মাটিতে তিনটে অভিমানী শুকনো পাতা...
সন্ধ্যালগ্নের সানাই বাজে দূরে।
কোথাও যাব না;
চুপ করে শুয়ে থাকব
নদীহীন দেশে
নদীর স্রোতের স্বপ্নে
কুয়াশার চাদর জড়িয়ে।

না আমার কোনও
রাগ নেই, দ্বেষ নেই
পাপ নেই, শোক নেই
মরে পড়ে থাকা জোনাকির মতো...

Comments