Posts

Showing posts from October, 2020
সময়  এমনকি, বাঁধা নৌকাও খুলে চলে যায় ক্রমশ শিথিল বোঁটার ভেতরে লাগে ঘুম বোধনের পরে ভাসানের জলে আকুলতা শীত নেমে আসে, ভুলে যায় জয় এমনকি, দৃঢ় বাহুপাশ হয়ে আসে শ্লথ জীর্ণ শিকড় সুখের চাদর কাটে ঘুণ বেগবতী নদী পাশ ফেরে জেগে ওঠে চর নত শুয়ে পড়ে খাড়াই শপথ 
আমাদের কিছু করার নেই ঈশ্বর আমাদের কিছু করার ছিল না ঈশ্বর যেন ভুলে যায় যেন শিশু কাঁদেনাকো আর পাকস্থলীটা খাইয়েছিলাম বাজপাখিকে ঘুম ভেঙে দেখি ফের জন্মেছে পুরাতন খিদে তোমার কৃপায় 
অচেনা উল্কার দাগ শব্দ ধ্বনি ভেঙেচুরে দেখে নিই ঋতুর মহিমা ঋতুর ভেতরে পৃথিবী ছাড়ানো বিশ্বের জ্যোতি অপার আলোকিত অন্ধকারের কতটুকু জানি কাশফুল ঘাসফুল শিউলি সন্ধ্যামণি পারিজাত জুঁই সেখানে কীভাবে ছড়ানো রয়েছে অনন্ত সকালে দীর্ঘশ্বাস বিরহ শোক সুখের যন্ত্রণা, সম্ভোগ আমাদের অনিত্যের মতো কিনা রহস্য জটিল ছন্দ যতি মাত্রা কলা ছেদ এঁকে অনুমান করি কিছু কিছু  অচেনা উল্কার দাগ বিস্ময় চিহ্নেতে এলেখায় লেগে থাকে আকস্মিক শব্দের আঘাতে    
জেগে ওঠে সত্য সাঁই সুষমাকে ফেলিয়া এসেছি নির্মম সুদূরে অসম্ভব, নিরুপায় ফেরা অঞ্জলি খেয়ায় নিরর্থ  রক্তপাত শস্ত্রের  শানিত বিজয় মুছে গেছে  সরল পথের সবুজ সজল মেঘে মেঘে হতাশা বোলানো নক্ষত্র আকাশ ছেঁড়া রামধনু এলোমেলো রঙের বিন্যাস অগত্যা অন্তিম বিকল্পের সমুখে দাঁড়াই মরা গাঙে অন্ধ পাল তুলি বদর বদর অহল্যা দ্বীপের বুকে জেগে ওঠে সত্য সাঁই