Posts

Showing posts from June, 2023

হৃদয়ে পাথর জমে আছে

হৃদয়ে পাথর জমে আছে নড়লে চড়লে ধাক্কা লাগছে খুব নদীর খাতেও জলের শব্দ নেই পাহাড় শীর্ষ অন্ধ ধুলোর ঝড়ে ৷ মেঘলা বিষাদ শুকনো সাগরতটে জোয়ার ভাটায় শুধু কাদা আর বালি বসন্ত দিনে কবন্ধ স্বপ্নেরা ছিঁড়ছে কৃষ্ণচূড়া ৷

প্রজন্ম

তিনি মারা গেলেন শহরে— কিন্তু তার শৈশবের নদীতীর আর হাতে পোঁতা শিরিশ গাছ, পুকুর পাড়ের ঋজু বাঁশ ঝাড় পড়শি ক্ষেতের সোনালি পাট একসঙ্গে ডাক দিলো আকুল। পৈতে তারা ভোর ছল্‌ছল্‌ চোখে হাত জোড় করে এসে দাঁড়াল উজ্জ্বল সেবাসদনের উঁচু দ্বারে। ডিঙি নৌকো এসে লাগলো তীরে জোয়ার কিনারা ছুঁয়ে রাখল জলে যেন তার পায়ে না লাগে কাদা ! নদীচরের ঘাসে আসন সাজিয়ে  হুতাশন-সাথী বাতাসও প্রস্তুত । পুড়ে যাবেন সশব্দে তীব্র শিখায়; ধুয়ে যাবেন ছলছল শান্ত ধারায়।   নির্মোহ দূরদেশী নৌকার পাল আর সন্ধ্যানামা প্রিয়পথে আলোছায়ায় ওপারের অন্তহীন পথের মায়ায়। বাবাকে ফিরিয়ে নেওয়ার জন্য  তার পদচিহ্ন গ্রাম সকাতর উন্মুখ। আমদের ফিরিয়ে নেওয়ার আলপথ কাঁটায় লতায় শামুকে ভাঙাচোরা। কেউ, কিছু আপেক্ষা করে নেই কালিন্দী ইছামতী সুবর্ণের তীরে।

মুক্ত-বন্ধ

নামেই ছড়া, আসল কথা  বেঁধে রাখা ছন্দকে , ফুলের আকাশ পাপড়ি মেলে  লাটাই থাকে বৃন্ততে। রাজার পুত্র, রাজকুমারী  তেপান্তরে দেয় পাড়ি, পক্ষীরাজের, রাক্ষসীদের  ঘুমের কাছে ঘরবাড়ি।  বড়ো হলেই হয় না বড়ো  দম্ভে ছিঁড়ে দায়িত্বে,  সেই রাজাইতো আসল রাজা মুক্ত যিনি ঋষিত্বে৷