মুক্ত-বন্ধ


নামেই ছড়া, আসল কথা 
বেঁধে রাখা ছন্দকে ,
ফুলের আকাশ পাপড়ি মেলে 
লাটাই থাকে বৃন্ততে।
রাজার পুত্র, রাজকুমারী 
তেপান্তরে দেয় পাড়ি,
পক্ষীরাজের, রাক্ষসীদের 
ঘুমের কাছে ঘরবাড়ি। 
বড়ো হলেই হয় না বড়ো 
দম্ভে ছিঁড়ে দায়িত্বে, 
সেই রাজাইতো আসল রাজা
মুক্ত যিনি ঋষিত্বে৷

Comments