অচেনা উল্কার দাগ

শব্দ ধ্বনি ভেঙেচুরে দেখে নিই ঋতুর মহিমা
ঋতুর ভেতরে পৃথিবী ছাড়ানো বিশ্বের জ্যোতি
অপার আলোকিত অন্ধকারের কতটুকু জানি
কাশফুল ঘাসফুল শিউলি সন্ধ্যামণি পারিজাত জুঁই
সেখানে কীভাবে ছড়ানো রয়েছে অনন্ত সকালে
দীর্ঘশ্বাস বিরহ শোক সুখের যন্ত্রণা, সম্ভোগ
আমাদের অনিত্যের মতো কিনা রহস্য জটিল
ছন্দ যতি মাত্রা কলা ছেদ এঁকে অনুমান করি
কিছু কিছু  অচেনা উল্কার দাগ বিস্ময় চিহ্নেতে
এলেখায় লেগে থাকে আকস্মিক শব্দের আঘাতে 
  

Comments