মায়াখেলা 


ছন্দ জানিনাতো আমি, অতি
মন্দ লোক, ছদ্মটানে ধরিতে চাই 
মনযোগের বাহবা যশ জ্যোতি
যাদুকরের মতন অনুপম --

কাজল চোখের পলক যেন
বাঁকা মিথ্যে চোরা স্রোতের ছলে
এসে থামে ঘেঁষে খাদের তীর ;
নিরুপমা সাঁকোর উপর থির
অস্ত আভায় সোনামাখা জলে।

যদিও কিছু শিখেও থাকি
তবুও ভুলে ভোলাবো দিগ্বিদিগ।
পুরাণ মেখে দেখি ইতিহাস
মায়ায় তুমি ফেঁসেছো অধিক ।









Comments