বলো

যত জোরে না বলতে পারা যায়
বলো-
চীনের প্রাচীর পেরিয়ে এপারে
উড়িয়ে দেবে বিমর্ষ কুয়াশা ৷

এভাবে শুরু করা যায় চাষবাস
নিষেধের টাঁড় ভাঙে নচিকেতা পণ ৷
নির্জলা চরে জাগে ঘাসের সবুজ
শুকনো চৈত্র চেরে বসন্তপলাশ গান ৷

কেন ডেকে আনো দ্বিধার পসরা
জড়তা তোমাকে কী দেয় ?
ঈষৎ স্বার্থের স্বাদ আর
কিছু নিশ্চিত প্রহরা ! 

Comments