তরল বিদ্যুৎ বজ্রজল

সুখের শিঞ্জিনী বাজাতে বাজাতে
রাজপথ দিয়ে চলেছো হংসিনী;
বিভাজিকা গ'লে যায় দাহ জ্বরে
বীথিকার শাখায় পত্রে পল্লবে
রুদ্ধশ্বাস শিহরন লাগে ঢেউয়ে।
শ্লথ বোতামের আলো লাল নীল পীত
জ্বলে আছে যানের নির্দেশ ছলে ৷
কী আর শেখাবে দিঘি জলাশয়
কী আর রাঙাবে উৎসবের আলো !
পুলকের আবেশের ঘন মেঘদল
গভীরে ভেজায় জামা আশ্লেষে সঙ্গমে ৷

সব নদী, সব জল পায়ের শাসনে -
ভেসে যাচ্ছ মন্দাক্রান্তা উথাল পাথাল
কীভাবে ফেরাবে থামাবে এ বেসামাল
ছলচ্ছল তরল বিদ্যুৎ বজ্রজল !

Comments