নীরবতা

জানি আজ কথা বলতে সংকোচ
অক্ষত নেই খুলে দেখানোর মতো গৌরবে৷
রাতের পর্দার রং ধোয়া দিনের আলো-
চোখের কোনায় ও কণ্ঠের সচরাচরের উপর
হেমন্তের দ্বিধা এসে পড়ে খণ্ডিত৷

যদি কচি কলাপাতা সবুজ এসে সামনে,
সরোবরের স্বচ্ছ ঢেউ এসে আনত
ইথারের আকাশজিজ্ঞাসা বসে পাশে;
শালসেগুনের রাজন্য বিষাদ নিয়ে
চকমেলানো দেউড়িতে সপ্রশ্ন দাঁড়ায়??

নীরবতা ছাড়া আর কিছু ভাগশেষ নেই ৷
যেভাবে দঁডিয়ে থাকে রাজবাড়ি-
বিত্তমধ্যের ভ্রমণ রোমাঞ্চের কঙ্কাল
ঝলমলে ফটোর ফ্রেমে নিরুত্তর।

Comments