মাতাল হওয়ার রাত

দেখো, আলোয় আলোয় আকাশ উথাল;
আজকে মাতাল হওয়ার দিন।
পুড়িয়ে দেয়ার শূন্য করার
ফানুস ওড়ার....
শব্দে ভীষণ
নিজেকে চৌচির ৷

শোনো, আজকে তামস মোছার রাত্রি ;
চোখের তারায় রক্তজবায়
মুন্ডু কাটার...
উঁচিয়ে কৃপাণ
ভাঙছি জঞ্জির ৷

আজকে মাতাল হওয়ার রাত
আজকে মুক্ত হাওয়ায় নেশা,
ঘূর্ণিঝড়ে নাভিতে রেখে দাঁত
অন্ধকারের উৎস উৎখাত ৷

Comments