মনে রেখো, ভুলে যেও

মনে রেখো -
আগুনের তাপে ফেটে পড়া 
হত্যায় উদ্যত কৃপাণ ঝলক, 
সরীসৃপ বেষ্টনী আর 
শুষে নেওয়া মরুভূমি চোখ ৷

মনে রেখো -
প্রবাল প্রাচীর তছনছ 
তাপহরা ধারাজলে গান, 
বিলাপের বসন্ত আর 
ফুটে ওঠা সুতৃপ্ত আশোক ৷
 
মনে রেখো 
মনে রেখো 
মনে রেখো সব ৷

ভুলে যেও -
রয়েছে মনের মালিক এক
খুব তার কষ্ট পাওয়া শখ ৷

Comments