আষাঢ় শ্রাবণ
এভাবে কেউ নিজের বুকের চাঁদমারিতে আপন হাতে তির মারে! নিজের নীলা পদ্মলোচন অকাল পূজায় অর্ঘ্য ধরে! নিজের বাগান ছিঁড়ে ছিঁড়ে আত্মবলির মালা পরে! এভাবে কেউ নিজের আকাশ কান্না ভারে কাজল করে, নিজের সাগর বক্ষ জুড়ে তুফান তোলে! এভাবে কেউ নিজের চরে নিজের ঘরে নিজের অশ্রু নিজেই মাপে নিজেই ভাসায় নিজেই ভাসে নিজের ভেলা নিজেই ডোবায়। আপন সুরে আপনি কেঁদে এভাবে কেউ কাউকে কাঁদায়! এভাবে কে আত্মসজল ছন্নছাড়া আষাঢ় শ্রাবণ ভাদর ছাড়া?