আমার আপেল বাগান দেখার ইচ্ছে
পাঁচ ছ’জন পাহাড়ি ছোকরা
চুলে হাত বোলাতে বোলাতে
পাথরে পা রেখে ঝোরা পেরিয়ে আধো অন্ধকারে
নদীর শব্দমাখা আপেল বাগানে ছায়া মানুষের মতো
ঢুকে গেল অনায়াসে...
মাথা তুললেই বরফ আর বরফ...
প্রেমের শৈত্য ছিঁড়ে ছুটে এসেছে দুর্বার জল
যে ফুটন্ত আপেল ফুলের কাছে, তার সুগন্ধ
আমিও নেব বলে জুতো খুলে স্থানু
দাঁড়িয়ে আছি ঝোরার এপারে;
সময়ের আগে কবিতা শেষ
না করতে পারার মতো অসহায়—
চোখের সামনে ঝ’রে যাচ্ছে পাপড়ি
রেণু মেখে আর কী ফিরে আসবে ছেলেগুলো!
আমার আপেলজন্ম দেখার ইচ্ছে ওদের সুখী করুক।
আমার স্বপ্নের ক্যানভাসে ওরা হারিয়ে ফেলুক পথ।
Comments
Post a Comment