ঝরনা


চলতে চলতে চলতে
যদি দেখে কিছু নেই আর
ঝাঁপিয়ে প'ড়ে তীব্র নির্দ্বিধায়
সব থেকে ভালো এক ঝরনা
উপহার দেয় সাধারণ নদী।
আমরা শব্দ শুনি
গুঁড়ো জল মেখে বিস্মিত__ আহা !
কখনো ভাবিনি
একটা প্রপাত মানে
পথের শেষ
নিরুপায়
কর্তব্যবিমূঢ়
দিশাহীন
চোখ বুঝে সর্বনাশে সমর্পণ __ লাফ
পিছুটানহীন, হবে হোক যা-হয়-যা !!!

Comments