নিহত নিষাদ

চঞ্চলা নদীর তীরে নিহত নিষাদ
হাতের ধনুক খসা, ভেঙেছে তূণীর
ছাড়ানো ছিটানো শর তখনো সতেজ
তিনটে ধনেশ আসে সকাল বিকাল......

হয়তো আবার কোনো
নতুন নাবিক কেউ দিগন্তের খোঁজে
এসে যাবে দীর্ঘশ্বাস মেলানোর আগে !

Comments