অসহায়
সেই নদী ক্ষীণকায় তবু ক্ষুরধার,
সাবধানে হাত রেখো
পা অথবা আচমন....
কী কী কাড়বে হেসে ঠিক নেই তার !
তখন দিনের শেষে
ফিরতে ডাকছে পাইন বনের হাতছানি
পাহাড় চূড়োর আলো
বন মোরগের ডাক....
নিজেকে চিনবে হায়
মাতাল দৃষ্টিহারানো নিরুপায়
তুমি এক ফাঁদে পড়া ব্যাধ!!
Comments
Post a Comment