ওইখানে ডুবে মরে যেতে পারি
বলছ অভয় বটে জলপরি -
এই দেখো চর দেখো প্রবাল
দেখো তিরতিরে কাঁপনের সোনা
দেখো সুগভীরে অনেক অচেনা
বলে টেনে নাও অসীম অতল
আঁধার খিদের দিকে অনায়াসে
রুপোলি মাছের মতো মীনাক্ষী
তালু ভরে দিতে চাও উচ্ছল

অতটা গভীরে সহজ সচল
নই, চুল থেকে নখ ভিজে যেতে
ভয়, রক্ত এসে জমা হয় মুখে
নির্দায় চলে আসি সব ফেলে 
বালির আখরে সোনালি চড়ায়   
নির্ভার কিছু মায়া থেকে যায়

Comments