দুটি মুক্তাও একটি ঝিনুকে        হঠাৎ
কখনো
চমকে
তোলে নির্জন                 হৃদয়

সাগর শাসনে ঘেরা উদ্যত         ফণায়
ভ্রূকুটি তীক্ষ্ণ সজাগ পাহারা      কঠিন
হাতে নেয়া তাকে
অতটা সহজ                           সরল
বৈষ্ণবীয় না,
কিছুটা শাক্ত                           সাধনা
আকাঙ্ক্ষা জ্বরে সতেজ সবেগ  বেদনা
বাদিয়ার সুরে ভরে দিলে খুব     বাঁশিতে
রক্তিম ডানা
খুলে যায় তার                          চকিতে

একটি ঝিনুকে
যৌথ মোতির                            জৌলুস
জোড়া রক্তিম সলজ্জ ফল        আবেগে
চেয়ে থাকে কবে তুলে নেবে তাকে
                                            পৌরুষ

Comments