আগুন চেনানো হৃদয়
সজোরে উপড়ে খায়
শানিত ঈগল ঠোঁট
কঠোর শাস্তি নামে
দারুণ পাথুরে নির্দয়
আগুনে তাতানো হাতের
কব্জিতে নাচে শৃঙ্খল

চোখের আলোয় যে দেখে
তার নিজস্ব ধ্রুবতারা
অন্ধ করেছে তাকে
নিজ ইডিপাস হাত

যার দিকে পথ গেছে
পড়শি নগরে তার বাস
মাঝে উচু বেড়া ঈর্ষার
পতিত ঊষর জমিন
নদীর কিনারে বাসা

যার কাছে যেতে চাই
তার উত্তাপে পুড়ে যায়
মুকুট, ডানার পালক
দুজন অন্ধ নাবিক
একই অসুখে ঘোরে
এক বন্ধ নগরে

Comments