আজ এসো ভিন্ন খেলা হোক -

যেন না-চেনা অজানা কোনো অন্য লোক
এসেছে বাড়িতে আজ রাস্তা ভোলা শোক 
এলোমেলো খুব তপ্ত ঝাঁঝাঁ রোদে পোড়া
পাক সে পা-ভেজানোর শান্ত দিঘিজল
ঘাড় মাথা বুক পিঠে ভেজা-গামছা স্বাদ
মিলুক টুকরো গুড় বা গুড়ের বাতাসা
তালপাতার মায়াবিনী পাখার বাতাস
ধারগুলো কোঁচানো খুব ফিতে রঙে লাল
আলতার আলপনা আঁকা শিরায় শিরায়
কাঁচা হাতে লেখা আছে শান্তির শোলোক
সুদীর্ঘ মাধবীলতা-বিকেল পেরিয়ে
বেলফুল বকুল চাঁদ জ্যোস্না দাওয়ায়
চেনাও স্বর্গের তাকে সব সিঁড়ি ধাপ
জীবনের অমৃতের অক্ষয় কলস
চেনা চেনা আঘাটা ও ঘাট ভেঙে যাক
ভিজে, স্বপ্নের মতন যেন ইন্দ্রজালে

খেলার ভেতরে এক অন্য সত্য খেলা
ঘুমিয়ে পড়ুক ঢলে প্রার্থিত নিদ্রায়
সুখস্বপ্নেও দেখেনি তেমন সে ঘুম

এসো সেই অন্য খেলা হোক
ভাবো বাড়িতে এসেছে ভিন্ন কোনো লোক

Comments