একটি মুক্তা পেয়েছি দুইটি ঝিনুকে
ঝুটা নয় নয় তিন সাচ্ এই বয়ানে
প্রহেলিকা মনে হতে পারে তবে কিছুটা
খুব পুরাতন জানা চেনা সেই ধোঁয়াশা
গাছের তেতুল চাটে কুম্ভীরে অথবা
শুণ্ডিনী চুপে দু’ঘরেতে যায় নিশীথে
চাঁদের গায়েতে লেগেছে চাঁদের জোছনা
দোয়া দুধ যায় ঢুকে পুনরায় এমন
সত্যির মতো সহসা পেয়েছি একটি
স্বর্ণালী মোতি দুইটি ঝিনুকে বালিতে
মিথ্যে নয়তো দারুণ সহজ বোঝানো
গুরুদেব নয় জীবন পুছিয়া তা জানো

Comments