পথের সূচনা ও অন্তিমের মাঝে
উন্মুখ হয়ে আছে মাধবীরলতা
সূর্যমুখীর দেখা পেয়ে যেতে পারো
ফুটেছে কিছুটা আর স্বপ্নের ভারে
কুঁড়িরা দুলছে ঈষৎ লাজুক যেন
ভুল করে যদি ভুল করে থাকো
কান পেতে শোনো বনানীর গান
হৃদয় বিলানো কামিনীর থোকা
তুলে নিতে পারো চোখের খোঁপায়
নাগরিক শ্বাস দোলাচল ভয়
জোর করে কিছু ঠিক কোরো নাকো
ফুলেরাই বলে দেবে নিরাময়
সময়ের কাছে হাত পেতে দেখ
স্রোতের আজান আলুথালুময়
দীর্ঘশ্বাসের চুলে ঠোঁট রেখে
মলিন পায়ের কাদা মুছে দিয়ে
বলে সবটুকু নয় অপচয়

Comments