কবি তো মোমের পুতুল
খবরদার কেউ ছোঁবে না
সাধ করে লিখতে এসে
সে কেনো ঘেরাও হবে

কবির ইচ্ছা যার খুশি তার

মঞ্চে যাবে, কাওয়ালি গাবে
কবির ইচ্ছা কোন মিছিলে
যাবে কিম্বা নাইবা যাবে
স্বর্গে কী ব্রথেলে শোবে

তোমারও ইচ্ছা হলে

কবিতা প্রোডাক্ট হলে
উল্টো করে লাইক মারো
কাব্য নালা ও নাব্য হলে
কবিতায় কী আর ধোবে

বড়জোর মুততে পারো

কবিতা প্রোডাক্ট যখন
কবিতা ছিঁড়তে পারো

কবিতো মুনিষ মাত্র

ওকে ছিঁড়লে কাঁচকলা
কবিতো ফানুস মাত্র
ওকে ছুঁলে ঝুটঝামেলা
উহাকে শুঁকিয়া দেখো
গন্ধেই জানান দেবে
স্যাঁতা নাকি টাটকা শলা

হতেই যদি হয় খুনি

রক্তে যদি জোয়ার ডাকে
তখন তুমি নিজেই লেখো
একটা সজীব সঞ্জীবনী

Comments