রেখে যাব কবিতার তিন নম্বর খাতা খানা
পাণ্ডুলিপি কাটাকুটি জানতে চায় যদি কেউবা
দ্বিধাহীন বলে দিও লোক বড়ো সিধে ছিল না

দ্বিতীয় তৃতীয় চার প্রথম পঞ্চম খাতা যা
যার যার কাছে আছে প'ড়ে দেখে নিতে ব'লো তা
হয়তো সেখানে মিলবে স্বল্প খানিক সরলতা 
সত্যি কথা দিও বলে লোক বড়ো সাদা ছিল না

কেউ কেউ এরকম এক জীবনের ন'খানা
পাতা দশ খাতে রেখে সুখ টান দেয় চুরুটে
নড়াচড়াহীন শিলা শাখাপ্রশাখাহীন খাড়া
ওরকম মোটেও না ব্যাপ্ত আকাঁড়া ও ঝাঁকড়া
এক ডাল জলে ছোঁয়া আর দুএকটা শিকড় যে
কোথায় লুকানো সেটা তুমিও কখনো দেখনি

বলে দিও এতটুকু গোপন না করে ছলনা
চেহারা যেমন হোক সে বড়ো সহজ ছিলনা

Comments