কে আমার কবিতা পড়ে
পেঁদাবো এক থাপ্পড়ে
আমি কী তেমন কবি
যে ইচ্ছা সে লাথাবি
পক্ষে তোর না দাঁড়ালে
গালাবি চার অক্ষরে
যে আমার কবিতা পড়ে
তাকে আমি চেঁচিয়ে পড়ি
যে আমায় আদর করে
আমি তাকে সুরতহালে
ছিঁড়ে দেখি অতল তলে
পেঁদাবো এক থাপ্পড়ে
নিজিকে চিরে তা'পরে
লবণে চেটে দেখি
কীভাবে অশ্রু পড়ে
আমি কী তেমন কবি
যে ইচ্ছা সে চুমোবি
বিষ রাখি তারি ঠোঁটে
যে আমার প্রেমে মরে
আমি কী তেমন কবি
যে ইচ্ছা সে কামড়াবি
পড়ি তার চরণতলে
যে চরম ঘেন্না করে
পেঁদাবো এক থাপ্পড়ে
যে আমায় পেন্নাম করে

Comments