এসব কার কথা উদ্ধৃত করি
এই ধরো সময়ের কাছে হাত
পেতে থাকা অথবা রেকাবে রাখা
হৃদয়ের টোস্ট চার চার খানা
বা ধরো উদ্গ্রীব আকাঙ্ক্ষার চোখে
ফুল ফুল ছাপ ভেতরের ঘরে
কিছু ক্ষতি নয় ভুল নয় খুব
অনন্তের কাছে ঋণে বাঁধা আছে
শহর গঞ্জে ওড়া ফানুস স্তোকে
গোপনীয় কবিতার ছেঁড়া পাতা

এমন চোরা বাক্য পদের উৎস
অস্বীকার করা অধমর্ণ জানো
তবু স্বেচ্ছায় মৌচাক ছেড়ে শেষ
দাবি সব ত্যাগ করে স্মিত ভাবো
মানুষখানা সমস্যার ছিল বেশ     
  

Comments