ভরসাগুলো কোথায় গেল? ভরসাগুলো কোথায় গেল? এতদিনের জমানো ধন তিলোত্তমা সভ্যতার সে ঘামে কেনা সোনা । চোখের দিকে তাকায় না কেউ হাতে হাত — অবিশ্বাসের উই শিকড় যেন বহুকালের বৃন্তেরও অচেনা । নেতা মন্ত্রী সেপাই সান্ত্রী টিকি টুপি খড়ম কষায় হীনজ্যোতি ফঙ্গবেনে অভয়হীন ও ত্যানা। ভরসাগুলো কোথায় গেল ? সুরক্ষিত আগ্নিবলয় আস্থা জমিন সুস্থ সবল আকাশ আলো এক ফুঁয়েতে কে নেভালো! নাকি সবই তেমন আছে চেতন-কোণে, চোখের তারায় শূন্য থালার ঈশান অগ্নি কানায় — নিজেই নিজের ঠুলি এঁটে কপটতর সুযোগবাদী ‘ভরসা নেইকো জলে স্থলে’ ব’লে — তফাত যাও-এর মেহের আলি গুছিয়ে নিচ্ছি নিজের ঘর।
Posts
- Get link
- X
- Other Apps
মায়াখেলা ছন্দ জানিনাতো আমি, অতি মন্দ লোক, ছদ্মটানে ধরিতে চাই মনযোগের বাহবা যশ জ্যোতি যাদুকরের মতন অনুপম -- কাজল চোখের পলক যেন বাঁকা মিথ্যে চোরা স্রোতের ছলে এসে থামে ঘেঁষে খাদের তীর ; নিরুপমা সাঁকোর উপর থির অস্ত আভায় সোনামাখা জলে। যদিও কিছু শিখেও থাকি তবুও ভুলে ভোলাবো দিগ্বিদিগ। পুরাণ মেখে দেখি ইতিহাস মায়ায় তুমি ফেঁসেছো অধিক ।
- Get link
- X
- Other Apps
চলাই অন ন্ত তন্ময় বীর আর - তো ফিরে যেতে পা রবো না — হেরে যেতেও প্রচণ্ড দ্বিধা মরে যেতে আপত্তি প্রচুর । অন্ত্যমিল দিতে দিতে দিতে পদ্যকোকিলেরা অল্পরক্ত পাঁজরে শঙ্কা , সাবধানী সুর। রুদ্রজলে কে নৌকা ভাসাবে ? সকলে গুড় ত্রিপল চায় লাইনে ক্যানেস্তারা দাঁড়ায় ! অভিজ্ঞ পূর্বজ , পিতামাতামহ , তোমাদের অনুমিত মারি পৃথ্বী — স্বপ্নের সন্ততিরা মিলিয়ে দেখ ছি, কত ঠিক ছিল নক্ষত্র - নির্দেশ ! সদাগরি বহরের পালে লা...