এমন গোপন আস্কারাতে
দস্যুও দেবতা হয়ে ওঠে
ধরে দিলে সোনার আপেল
প্যারিসও মৃত্যুর দিকে ছোটে
ঘাড়ের বুনো কেশর ওড়ে 
দুরন্ত বাতাসে তাকে যদি 
দাও লাগাম খোলা আস্কারা
সে তবে পক্ষীরাজের বাড়া 

ঝরনাকে আস্কারা দিলে নদী
মেঘেরা একটু ইশারা পেলে 
ভিজিয়ে দেয় চুল অবধি
শিকড়ের আস্কারেতে বনে
খনিজ ফাগুন হয়ে ফোটে

যে অভাগা ফিরে ফিরে কষ্টে
পাওয়া একটি তারা গোনে
তাকেই কেন আস্কারা দাও
ছায়াপথে লক্ষ তারা বনে

Comments

Post a Comment