‘সাঁতার শেখোনি ভালো’  বলে -
নিয়ে গেলে উত্তুঙ্গ পর্বত
বললে, এইখানে স্তব্ধ দাঁড়াও
চোখের ভেতরে চোখ  খুলে দেখো
একটু শ্বাসকষ্ট হতে পারে, তাও
ভয় পেয়োনা না একেবারেই

মোলায়েম হয়ে আছে মাটি
বিশল্যকরণীর সুগন্ধ
মাতলামি বাতাসে ঘাসে ঘাসে
আকাশ পাতাল হিমপাতে সাদা
তার উপরে এসে পড়েছে
দুধে আলতা আলোর ছটা
ভাবি, আমি কী বেঁচে আছি -
কত উঁচু এই পাহাড়ের চূড়া
কী অজানা এই সানুদেশ
আমি কি ভাসছি হাওয়ায়
অনেক নিচে চক্রবালের সীমায়
নিঃসঙ্গ তিলের মতো একটি তারা
ফুটে আছে ঈষৎ তামাভ

Comments