ধরো, আমি নেই, ছিলাম না কোনো কালে
বলে-তো ছিলাম, সহ্য করার ছলে
বেশি দিন কিছু রাখাই যায় না। কেউ
পারে তো, কেউ না

আমিও ভাবছি, ছিলই না কেউ তীরে
ক্রমশ অন্ধ, তলাচ্ছি ধীরে ধীরে
উঁচিয়ে আঙুল তারাদের খুব বকি
একটুও আর না

ফুলের মতোই দূরেই সফেদ থাকো
মুচড়ে ভাঙ্গা সুবিশ্বাসের সাঁকো
যতই কাঁদাও, কাঁদো, সহজেতো কেউ
কাউকে পায় না

Comments