উত্তরাধিকার নয় কিছু
যতসব এই ভাঙাচোরা
ছিঁড়ে ফেলা নিজের নির্মাণ
অথবা সযত্নে তুলে রাখা
অনার্য স্মৃতির কাতরতা
এই ঊর্ধ্বপদ হেটমাথা
উল্টো করে সব কিছু দেখা
চতুর শাঠ্যের পাশে বোকা

তিলোত্তমাকে না ছুঁয়ে, ফুঁ-এ
উড়িয়ে এসে চূর্ণ কুন্তল
জানু মুড়ে একলব্য থাকা
সুকঠিন পাহড়ের পায়ে
অলৌকিক নামাবলি ছিঁড়ে
ধূলিতে চার্বাক হয়ে বাঁচা
বত্রিশ পুতুল হয়ে থাকা
তক্তের তামাশা দেখা ছলে

যতটা গ্রাম্য ভাবো তার থেকে
বেশি মাটি চন্দনের প্রলেপ 
পায়ে নখে ঝুলিতে সম্বলে
যত লোভ দেখো বহুগুণ
ক্রোধ তার চেয়ে দাঁতে দাঁতে
যত নীচ ভাবো তার চেয়ে
গভীরতর নীচের নাভিতে
বসে আছে আমার নির্বাণ

উত্তরাধিকার নয় সেতো
ভাঙাচোরা ছেঁড়াখোঁড়া গান
স্বোপার্জিত নিজস্ব নির্মাণ

Comments