Posts

Showing posts from July, 2025

তারাই শুধু জানে

প্রতিটা চড়াই আসলে নিজস্ব যুদ্ধ— হ্রদের জলে আঙুল ডুবিয়ে শুধু ‘আঃ’ বলার জন্যই হাজার ফুট উপরে ওঠা।  তার বেশি সার্থকতা আছে কিনা ফেলে আসা পদচ্ছাপ, হাতের লাঠি ও দু-একটা হলুদ ক্যাকটাস ফুল ছাড়া সে ভাবে কেউই জানে না। দূরান্তে ঝুঁকে থাকা সাদা হিমবাহগুলি  কারো কারো স্বপ্নে জাগে অহোরাত— ঘুম থেকে উ’ঠে এসে সটান কবিতার কাছে নতজানু হয়ে ব’সে জলাঞ্জলি দেওয়া সমস্ত সাজানো সঞ্চয়... এসব সকলে পারে না।  শৃঙ্গে পতাকা ওড়ানো মানে দুই হাত আকাশে তুলে অবোধ্য উল্লাস— এর বেশি আর কিছু নয়।  যারা জানে তারাই শুধু জানে সমস্ত পর্বত আরোহীর কাছে  জয়ধ্বনি অর্থহীন, মূর্ছিত পরাজয়।

আমার আপেল বাগান দেখার ইচ্ছে

পাঁচ ছ’জন পাহাড়ি ছোকরা  চুলে হাত বোলাতে বোলাতে  পাথরে পা রেখে ঝোরা পেরিয়ে আধো অন্ধকারে নদীর শব্দমাখা আপেল বাগানে ছায়া মানুষের মতো ঢুকে গেল অনায়াসে... মাথা তুললেই বরফ আর বরফ... প্রেমের শৈত্য ছিঁড়ে ছুটে এসেছে দুর্বার জল যে ফুটন্ত আপেল ফুলের কাছে, তার সুগন্ধ আমিও নেব বলে জুতো খুলে স্থানু দাঁড়িয়ে আছি ঝোরার এপারে; সময়ের আগে কবিতা শেষ না করতে পারার মতো অসহায়— চোখের সামনে ঝ’রে যাচ্ছে পাপড়ি রেণু মেখে আর কী ফিরে আসবে ছেলেগুলো! আমার আপেলজন্ম দেখার ইচ্ছে ওদের সুখী করুক। আমার স্বপ্নের ক্যানভাসে ওরা হারিয়ে ফেলুক পথ।