তারাই শুধু জানে
প্রতিটা চড়াই আসলে নিজস্ব যুদ্ধ— হ্রদের জলে আঙুল ডুবিয়ে শুধু ‘আঃ’ বলার জন্যই হাজার ফুট উপরে ওঠা। তার বেশি সার্থকতা আছে কিনা ফেলে আসা পদচ্ছাপ, হাতের লাঠি ও দু-একটা হলুদ ক্যাকটাস ফুল ছাড়া সে ভাবে কেউই জানে না। দূরান্তে ঝুঁকে থাকা সাদা হিমবাহগুলি কারো কারো স্বপ্নে জাগে অহোরাত— ঘুম থেকে উ’ঠে এসে সটান কবিতার কাছে নতজানু হয়ে ব’সে জলাঞ্জলি দেওয়া সমস্ত সাজানো সঞ্চয়... এসব সকলে পারে না। শৃঙ্গে পতাকা ওড়ানো মানে দুই হাত আকাশে তুলে অবোধ্য উল্লাস— এর বেশি আর কিছু নয়। যারা জানে তারাই শুধু জানে সমস্ত পর্বত আরোহীর কাছে জয়ধ্বনি অর্থহীন, মূর্ছিত পরাজয়।