পূর্ণ হোক

এই তো শাশ্বত জুটি
নীরন্ধ্র অন্ধকার অভিমুখে
রক্তাক্ত গোধূলির লালে
সর্বাঙ্গে সর্বনাশ মেখে
নিশ্চিন্তে গঙ্গাযাত্রায় চলে
 
ওরা জানেও না, দর্শনীয়
দেখার আনন্দে মেতেছে সবাই
বোঝার গভীর সাহস নেই
ধুলো খেলাও ভুলে গেছে, পরিহাস
কারোরই পরিত্রাণ নেই
অজগর ব্যাদানের দিকে সারিবদ্ধ
জোড়ায় জোড়ায়

অন্ধের সঙ্গে খঞ্জ
নুলোর সঙ্গে কবন্ধ
বোবার সঙ্গে বধির
ধার্মিকের সঙ্গে চাটুকার
বুদ্ধিজীবির সঙ্গে নেতা
শিল্পীর সঙ্গে দালাল

জোড়া শালিখের পয়ায়
দিন ভালো যাবে ভেবে
জয়-জোকার মুহুর্মুহু
ধুনোর সুবাস

পুণ্য হোক, পুণ্য হোক
মানবের জল বায়ু
মানুষের বাতাস আকাশ
তর্পণে পবিত্র হোক 
আগামী সকাল




 

Comments