এভাবেই!
তারও তো স্থান কাল আছে
সম্ভাবনার শতাংশ কিছু
পাথর ফাটানো শিকড়
সাধনাসফল জল পাবে কিনা
বধির উপমহাদেশে জন্মনো
নিরম্বু মেয়েটি উত্তর পাবে কিনা
জ্বলন্ত ম'রে গেল যারা
ফালা ফালা হল যার যোনি
এখনও যে স্বপ্ন জেগে আছে
সন্ত্রস্ত নগরের চারি ভিতে
হরিৎ শস্যের মাঠে মাঠে
লোহিত জিজ্ঞাসাচিহ্ন
তামসী নিশানা রঙিন
ধর্মান্ধ কুক্কুট, মদমত্ত;
পবিত্রতার সুগন্ধ মাখা
শপথের বাক্যাবলি
মেধাবী প্রবঞ্চনা
উদ্ধত ক্ষমতার দাপ
সবই কী এক পথে
ধুলো আর কাদা
সফেদ কুয়াশা নীল
সগুপ্ত গূঢ় প্রকরণে
সোনা হয়ে যাবে
মিলে চলে যাবে
এক বৈকুন্ঠের দিকে
নিশ্চিত দ্বিধাহীন!
Comments
Post a Comment