অন্ধই ভরসা
গভীর সন্দিগ্ধবাদী
চতুরস্য শাঠ্যে উত্তম
অথবা,
বিকল্প খুঁজি
প্রয়োজনে চতুর্থ, পঞ্চম
বরং ভালো
যে কোনো সাতে নেই
পাঁচ পা-ও নেই যার
পদক্ষেপে অসাড়
পদচ্যুতি নেই সুতরাং
রং নেই বলে
রংরুট-ও নেই নিশ্চিত
ভারহীন বলহীন সুস্থির
অভিমুখহীন অরেখ
মত নেই মতান্তরও নেই
বিপক্ষের সাথে অযথা
অবিকল্প কুলদেবতা এই হোক
শোয়া বসা হাসা কাঁদা
সকলই সমান যাঁর
লক্ষ্যপক্ষহীন, ভ্রমহীন
উড়ান না-জানা
খঞ্জের নিরুপ্রদ্রব যষ্ঠি
অন্ধই ভরসা
Comments
Post a Comment