সুরেশ্বর

 সুরেশ্বর

মালিক উঁচু মগডালেতে বসেন
সে ডাল ভীষণ পল্‌কা এবং সরু,
চান না তিনি সে দিকে কেউ ঘেঁষুক।
রাখেন অনেক শিং বাগানো গরু
সবাই তারা গোড়ায় জোগায় সার।
করাত-কলের মালিক তাঁহার চেনা
অন্য গাছের খবর তারে দেন।
নিজের গাছের সুরক্ষা তাঁর কেনা।
স্বপ্ন দেখেন উজাড় হ’লে বন
একা কেবল পা দোলাবেন বসে
পোষ্যগুলো ঘুরবে ঘাসে ঘাসে
দুধ ননী ঘি-র নেই তো ভাগীদার।
প্রতিদ্বন্দ্বী নেই তো ধরা ধামে
কী আনন্দ একাই পাটেশ্বর!
কাঠ-মালিকের ফন্দি আছে নানা,
সবার শেষে কাটবে যে গাছখানা
তাকেই কষে বানায় সুরেশ্বর।

Comments