নির্মম নূপুর
গ'লে যাচ্ছে তিরন্দাজী শিকারী শরীর ভারাট অঞ্জলি নিয়ে দূরে হাইড্রনজিয়া। স্বপ্নান্ধ চোখের পাতা খোলা র'য়ে গেছে আকাশের নীল ছায়া, মেঘ ও কুয়াশা; উপরের ঠোঁটে এসে প্রজাপতি বসে পাইন বনের গান সর্বক্ষণ ঘেরে..... নিষাদ মিলিয়ে যাচ্ছে একাকী নির্জনে তাকে গ্রাস করে শান্ত সকাল দুপুর.... পাশে বয়ে চলা নদী উজলা উদাস কানে তার ঢেলে দেয় নির্মম নূপুর।