Posts

Showing posts from February, 2025

নির্মম নূপুর

গ'লে যাচ্ছে তিরন্দাজী শিকারী শরীর ভারাট অঞ্জলি নিয়ে দূরে হাইড্রনজিয়া। স্বপ্নান্ধ চোখের পাতা খোলা র'য়ে গেছে আকাশের নীল ছায়া, মেঘ ও কুয়াশা; উপরের ঠোঁটে এসে প্রজাপতি বসে পাইন বনের গান সর্বক্ষণ ঘেরে..... নিষাদ মিলিয়ে যাচ্ছে একাকী নির্জনে তাকে গ্রাস করে শান্ত সকাল দুপুর.... পাশে বয়ে চলা নদী উজলা উদাস কানে তার ঢেলে দেয় নির্মম নূপুর।

নিহত নিষাদ

চঞ্চলা নদীর তীরে নিহত নিষাদ হাতের ধনুক খসা, ভেঙেছে তূণীর ছাড়ানো ছিটানো শর তখনো সতেজ তিনটে ধনেশ আসে সকাল বিকাল...... হয়তো আবার কোনো নতুন নাবিক কেউ দিগন্তের খোঁজে এসে যাবে দীর্ঘশ্বাস মেলানোর আগে !

অসহায়

সেই নদী ক্ষীণকায় তবু ক্ষুরধার, সাবধানে হাত রেখো পা অথবা আচমন.... কী কী কাড়বে হেসে ঠিক নেই তার ! তখন দিনের শেষে ফিরতে ডাকছে পাইন বনের হাতছানি পাহাড় চূড়োর আলো বন মোরগের ডাক.... নিজেকে চিনবে হায় মাতাল দৃষ্টিহারানো নিরুপায় তুমি এক ফাঁদে পড়া ব্যাধ!!