.

.

শপথ


ডুবিয়ে দাও, ভেজাও তোড়ে

গ্যাস দিয়ে বা জলের তোড়ে

রক্তে আছে মন্ত্র-টোনা

বৃষ্টি মেখে শস্য বোনা

থোড়াই কেয়ার রোষের আগন

রোদের শাসন শীতের আঘন

যতই শাসক চাবুক মারে

কৃষক জেদের শিকড় বাড়ে

ভেজাও চোবাও বাঁধো রোখো

এই কথাটি লিখে রাখো

গেলে যাবে জীবন যাবে

ঘামের খামার অটুট রবে

ফসল চাষার সুজন খাবে

Comments