চির ক্ষুধাতুর চোখ


তুমি মাঠ মেলে দাঁড়িয়ে রয়েছ

বাতাস ঈষৎ মাতালের গান।

তারায় তারায় জ্বলছে আকাশ

মুঠো মুঠো ধানে ঘামের সুবাস।

যত দূরান্তে ঘ্রাণের সীমানা

তারপর স্মৃতি-জোনাকিরা জ্বলে।

জীবন যতটা যেতে পারে যায়

বাকিটা পূরণ করে আধো ছায়া।


প্রত্যেক রাতে ইচ্ছাপত্র

পুঁতে রেখে শুই।   না-জাগা সকালে

স্বপ্নের চারা চোখ মে'লে যেন

নবনীনরম ঘাসে সুনিবিড়

শীতলতা মাখে।   না-ছোঁয়া গভীর

রঙের স্রোতের ছায়াপথ চুমে

শুষে নেয় সব - মহাজগতের

হৃদয়ের ধ্বনি, শ্বাস, কাতরতা।।


অশেষ তোমার দৃশ্য-মেলায়

জন্মের পর জন্ম চারিয়ে

জেগে আছি চির ক্ষুধাতুর চোখ।



Comments