Posts

Showing posts from November, 2020
. . শপথ ডুবিয়ে দাও, ভেজাও তোড়ে গ্যাস দিয়ে বা জলের তোড়ে রক্তে আছে মন্ত্র-টোনা বৃষ্টি মেখে শস্য বোনা থোড়াই কেয়ার রোষের আগন রোদের শাসন শীতের আঘন যতই শাসক চাবুক মারে কৃষক জেদের শিকড় বাড়ে ভেজাও চোবাও বাঁধো রোখো এই কথাটি লিখে রাখো গেলে যাবে জীবন যাবে ঘামের খামার অটুট রবে ফসল চাষার সুজন খাবে
 চির ক্ষুধাতুর চোখ তুমি মাঠ মেলে দাঁড়িয়ে রয়েছ বাতাস ঈষৎ মাতালের গান। তারায় তারায় জ্বলছে আকাশ মুঠো মুঠো ধানে ঘামের সুবাস। যত দূরান্তে ঘ্রাণের সীমানা তারপর স্মৃতি-জোনাকিরা জ্বলে। জীবন যতটা যেতে পারে যায় বাকিটা পূরণ করে আধো ছায়া। প্রত্যেক রাতে ইচ্ছাপত্র পুঁতে রেখে শুই।   না-জাগা সকালে স্বপ্নের চারা চোখ মে'লে যেন নবনীনরম ঘাসে সুনিবিড় শীতলতা মাখে।   না-ছোঁয়া গভীর রঙের স্রোতের ছায়াপথ চুমে শুষে নেয় সব - মহাজগতের হৃদয়ের ধ্বনি, শ্বাস, কাতরতা।। অশেষ তোমার দৃশ্য-মেলায় জন্মের পর জন্ম চারিয়ে জেগে আছি চির ক্ষুধাতুর চোখ।