বিম্বিসারের কারাগার

দম্ভের ছটা  মিলিয়ে গিয়েছে
দাপটের কণামাত্রও নেই।
দীর্ঘ প্রাচীর সুরক্ষা ঘেরা
শানানো শস্ত্র রুদ্রতেজা।
হীরা হাসি সোনা  মুক্তা লাস্য
বহুমূল্যের যতকিছু কেনা
ধূসর হয়েছে সুখের খাজানা। 

শুধু জেগে আছে হৃদয়ে রথের দাগ
আর যা কিছু দুঃখমূল্যে কেনা। 


 


Comments