স্মৃতি


গঙ্গার নির্জন তরলিত আলো
অতীতকে চমকালো।
জল মেখে ছুটে আসা আর্দ্র বাতাস
ঠোঁট ছুঁয়ে সে কী উচ্ছ্বাস!
মিনারের গ'লে পড়া স্মরণে জাগালো।

ভেসে থাকা ঝলমলে বিরাট জাহাজে
স্বপ্নের ছলাৎ বাজে।
ছুটে চলা কালো শ্বাস, সেতুকে কাঁপায়!
খাদে নেমে আগুন জাগায়।
বাঁধা প'ড়ে নেই কেউ কারুরই কাছে।

গঙ্গার নির্জন তরলিত আলো
অতীতকে চমকালো।
নখের ভুলের দাগে 
উজ্জ্বল অম্লান সুখ আঁকা আছে।

তবু,বাঁধা 
       প'ড়ে নেই 
                 কেউ কারো 
                                কাছে।

Comments