দূর থেকে কেন ছেড়ে দেব?
এভাবে দূর থেকে কেন ছেড়ে দেবো?
একদিন এসো,
দরজায় জুতো রেখে
চেয়ারে হাতব্যাগ আর
টেবিলে চশমা ফোন -
পা তুলে দেয়াল হেলান দিয়ে বসো।
কিছু খাবে কিনা জানবো;
কানের দুলের ছটা ঘরময়
দেখে নেব কতটা বিরক্তি,
অসহায় কাঁধে রাগ, ঘাম।
এক কাপ চা দেবো- খেও,
তারপর খুব কাছে গিয়ে
আঙুলও ছোঁব না -
কাপ ও ঠোঁটের দূরত্ব থেকে
দেখব ভেজা কিনা দুচোখের কোনা ৷
তারপর আর কিছু না;
চলে যেও -
হাতব্যাগ চশমা গুছিয়ে,
জুতো পরে,
সিঁড়ি বেয়ে,
রাস্তা পেরিয়ে ---
খাটের চাদরের ভাঁজ
সমান করতে করতে
দরজার দিকে
ফিরেও তাকাব না -
Comments
Post a Comment